তোমার আলোয় আলোকিত প্রভু বাংলাদেশ -ট্রেনে সিলেট যাওয়ার কিছু মধুর স্মৃতি
ট্রেনে সিলেট যাওয়ার কিছু মধুর স্মৃতি
ট্রেনে সিলেট যাওয়ার কিছু মধুর স্মৃতি |এই ভিডিওতে আপনি বাংলাদেশ দেখবেন | ঢাকা থেকে ট্রেনে সিলেট যাওয়ার একটি স্বল্প ভ্রমণ ছিল, উপবান এক্সপ্রেস। ট্রেনে সিলেটে যাওয়ার সময় একটা গ্রূপের সাথে পরিচয় হয়। খুব উচ্ছল, প্রফুল্ল ও প্রাণ চাঞ্চল্লেভরা কয়েকজন তরুণ।তারা গিটার বাজছিল এবং সেখানে নিজস্ব লিখিত গান -বাংলাদেশ গাইছিল। সারারাত তাদের সাথে আড্ডা ও গানে মেতেছিলাম।
সুতরাং আমি কোনো মুহূর্ত মিস করতে চাই না। তাই, আমি তাদের সম্মতিতে মুহূর্তটি ধারণ করেছিলাম।
গানের কথাগুলো চলো এরকম........
তোমার আলোয় আলোকিত প্রভু বাংলাদেশ
তোমার ভালবাসায় পূর্ণ হোক প্রভু ''।
আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য
অন্ধ থেকে আলোয় জীবন হোক তাদের ধন্য
কতজনে হারিয়ে যায় অজানা পথে,
ভুলে যায় জীবনের মূল্য তাদের।
জীবনের খোঁজে চলে জীবন যুদ্ধ,
সত্য ভুলে হয় তারা অসত্যে দগ্ধ।
ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি AzharVlogsBD ভিসিট করতে পারেন।
No comments