Largest Banyan Tree In Asia

এশিয়ার সবচেয়ে বড় বট গাছ।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার এগোলে দেখা মিলবে এশিয়ার বৃহত্তম

                     
সুইতলা মল্লিকপুরের বটগাছ। ৮ নং মালিয়াট ইউনিয়নের বেথুলী মৌজায় বর্তমানে ১১ একর জমিজুড়ে রয়েছে এর বিস্তার। বর্তমানে পুরোটাই সরকারের খাস জমির অন্তুর্ভূক্ত হয়েছে। আনুমানিক ২৫০ থেকে ৩০০ ফুট  উচ্চতার বটগাছটি খন্ড খন্ড হয়ে ৫২টি বট গাছে রূপ নিয়েছে। তবে; এখনো প্রতিনিয়ত কাটা হচ্ছে গাছের ডালপালা। এই বটগাছটিকে ঘিরে এখানে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র। বৃহৎ এ বটবৃক্ষকে রক্ষাণাবেক্ষণ ও স্থানটিকে আকর্ষণীয় পর্যটন এলাকা করার লক্ষে ইতোমধ্যে কাজ শুরু করেছে বন বিভাগ।  

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমি মনে করি আপনি ভিডিওটি উপভোগ করবেন:
আরো ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং ভিডিওএটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

No comments

Powered by Blogger.