Panshi Restaurant Sylhet - Bangladesh

পানসী রেস্টুরেন্ট - সিলেট:

জিন্দাবাজার পয়েন্ট থেকে পশ্চিম দিকে মরমী কবি হাছন রাজার বাড়ি। ‘রাজা নিবাস প্যালেস’র একটি অংশ নিয়ে ‘পানসী রেস্টুরেন্ট’ অবস্থিত। পানসীতে অঞ্চলের ঐতিহ্যবাহী, আদি সব খাবারের আসল স্বাদ সহ যাবতীয় বাংলালিয়ানা খাবার পাবেন ।

                        

সিলেটি খাবারের মধ্যে আছে বিফ-সাতকরা, রানি মাছ, আখনি প্রভৃতি। এছাড়াও পানসী রেস্টুরেন্টে পাবেন সিলেটি হাওরের চিতল মাছ, বোয়াল মাছ এবং ২০ থেকে ২৫ রকমের  ভর্তা।
হাঁসের এবং গরুর মাংসের আখনি দিয়ে সকালের নাস্তা সারতে পারেন। দুপুরে খাবেন হাওরের তাজা মাছ এবং বিকেল থেকে রাত পর্যন্ত পাবেন বটি কাবাব, সিক কাবাব, জালি কাবাব, টিক্কা, গ্রিল, চিকেন ফ্রাই সহ আধুনিক রেস্তরাঁর সকল খাবার।
সিলেটে বেড়াতে আসা পর্যটকদের জন্য পানসী রেস্টুরেন্টের তুলনা হয় না। এখানে এসি, নন এসি, এমনকি খোলা আকাশের নিচেও বসে খাবারের স্বাদ নিতে পারবেন।

No comments

Powered by Blogger.