Jaflong Tea Garden | Jaflong Sylhet Bangladesh



জাফলং চা বাগান:


জাফলংয়ের চা বাগান প্রকৃতির এক অপূর্ব দান, প্রাকৃ্তিক সৌ্নদর্যের অপার লীলাভূমি। নিস্তব্ধ নিঝুম সবুজে আবৃত পাহাড়ে ঘেরা এক স্ব্প্নিল জগৎ এই জাফলং।দক্ষিণ এশিয়ার একমাত্র চুনাপাথরের খনি, সমতল ভূমির চা-বাগান, বিখ্যাত খাসিয়া পান-সুপারির বাগান, খাসিয়া পল্লীর এবং খসিয়াদের কৃ্ষ্টি-কালচার জাফলং পর্যটন কেন্দ্রকে করেছে সমৃদ্ধ।শুস্ক ও শীত মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় ৭০০-৯০০ জন দেশি-বিদেশি পর্যটক জাফলং এর  অপার সৌন্দর্য উপভোগ করে।

জাফলংয়ের সমতল ভূমির চা বাগান দেখতে নিচের ভিডিওটি দেখুন।



               

No comments

Powered by Blogger.