গরম পানির মন্দির হিমাচল প্রদেশ Hot Water Temple in Manali
গরম পানির মন্দির হিমাচল প্রদেশ -Hot water temple, Manikaran, Gurudwara.
Hot water temple - Manikaran Gurudwara is situated on NH 21 in Himachal Pradesh, India.
This temple is hugely revered as it belongs to Lord Shiva. However, an earthquake in 1905 caused damage to the temple and it was slightly tilted. The importance of Manikaran is also judged from the fact that devtas of Kullu valley pay regular visit to this place on specified dates.
গরম পানির মন্দির হিমাচল প্রদেশ
শহরের প্রাণ কেন্দ্রে চোখে পড়ল অসাধারণ কাঠের কাজে গড়া নয়না ভগবতী মন্দির। হাতের কাজে কাঠ দিয়ে এত সুন্দর স্থাপনা এর আগে দেখিনি আমি। এখানে এসেই অনেকে পূজা বা মানত করে যাচ্ছেন। মন্দির থেকে দেয়া খাবার ফ্রিতেই খেয়ে আসা যায়।
এই মন্দিরের পাশেই রয়েছে গরম পানির ছোট একটা কুয়ো। লাভা স্তরের কোনো অংশ থেকে এই ফুটন্ত পানি ধর্মীয় বিশ্বাসের অন্যতম বিস্ময়। অনেকে বলেন অলৌকিকভাবেই এই পানি উঠে এসেছে ঈশ্বরের নির্দেশে।
অবাক হয়ে খেয়াল করলাম আসলেও মানুষ সৃষ্ট কোনো সোর্স থেকে আসছে না এই পানি। কুয়োর নিচে জমে থাকা পাথরের নিচে থেকে উঠে আসছে টগবগে গরম পানির এই স্রোতধারা। এই পানি দিয়েই মন্দিরের রান্নার কাজ করা হয় বলে শুনলাম।
এই ভিডিওটিতে আপনারা সেই গরম পানির মন্দিরের ভিডিও চিত্র দেখতে পাবেন ।
আশাকরি গরম পানির মন্দিরের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে JhalmuryBD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
No comments