পাখির চোখে পারো বিমান বন্দর- Paro Airport Bhutan – Birds Eye View
পাখির চোখে পারো বিমান বন্দর
পারো আন্তর্জাতিক বিমানবন্দর পৃথিবীর বিপজ্জনক বিমানবন্দরগুলোর মধ্যে একটি, উপত্যকার মাঝখানে পারো নদীর তীর ঘেষে তৈরী। প্রথমেই আমরা মূল টার্মিনালে ঢুকলাম, আমাদের ড্রাইভার আবার এই এয়ারপোর্টে আগে কাজ করত, তাই সবাই ওর পরিচিত, তাই প্রবেশে কোন বাধা ছিল না। জীবনে এই প্রথম এমন কোন এয়ারপোর্ট দেখলাম! চেক ইন, ইমিগ্রেশন বা কাস্টমস, কোথাও কোন লোকজন নেই, সব কাউন্টার খালি ! ঘটনা হল এখানে ফ্লাইট এত কম যে অধিকাংশ সময় এয়ারপোর্টে কোন লোকজনই থাকে না !!
এয়ারপোর্টের ভেতরে এবং আশে পাশের কম্পাউন্ড দেখে রানওয়ের পাশের রাস্তা ঘুরে উপরে একটা ভিউ পয়েন্টে উঠলাম, যেখান থেকে পুরো এয়ারপোর্টের একটা Birds Eye View পাওয়া যায়।
আশাকরি পারো আন্তর্জাতিক বিমানবন্দর এর ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আরো দর্শনীয় স্থানের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি(JhalmuryBD ) সাবস্ক্রাইব করুন।
No comments