পুনাখা সাসপেনশন ব্রিজ - Punakha Suspension Bridge - Bhutan

পুনাখা সাসপেনশন ব্রিজ:

পুনাখা সাসপেনশন ব্রিজ (Punakha Suspension Bridge) হচ্ছে ভূটানের সব থেকে বড় সাসপেনশন ব্রিজ। এটি ভুটানের পূর্বের রাজধানী পুনাখা শহরে অবস্থিত। ব্রিজটি দেখতে খুবই সুন্দর এবং এর নির্মাণশৈলীও চমৎকার। ভুটান যেয়ে এই ব্রিজ না দেখলে আপনার ভ্রমণে অপূর্ণতা থেকে যাবে।
ভুটানের পুনাখা শহরের চু নদীর উপর পুনাখা সাসপেনশন ব্রিজ নির্মিত হয়েছে। পুনাখা জং থেকে ২০ মিনিটের দূরত্বে এই পুনাখা সাসপেনশন ব্রিজের অবস্থান। 

পুনাখা সাসপেনশন ব্রিজ প্রায় ৩৫০ মিটার লম্বা। এই জুলন্ত সেতুটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪০১২ ফুট বা ১২২৩ মিটার উচ্চতায় অবস্থিত। পুনাখা শহরবাসী যাতে সহজেই পুনাখা জং এ আসতে পারে সেই জন্যই এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। 


                     

আশাকরি পুনাখা সাসপেনশন ব্রিজ এর ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আরো দর্শনীয় স্থানের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি(JhalmuryBD ) সাবস্ক্রাইব করুন।

পুনাখা সাসপেনশন ব্রিজ এর কাছাকাছি আরো কিছু ভ্রমণের স্থান
More tourist places around Punakha in Bhutan:

টাইগার নেস্ট (Tiger Nest)
পাখির চোখে পারো বিমান বন্দর
আপেল বাগান(Apple Plucking)
চাংলিমিথাং স্টেডিয়াম(Changlimithang Stadium)

No comments

Powered by Blogger.