Drive On The Mountain Road in Bhutan
Drive On The Mountain Road in Bhutan
ভুটান এক স্বপ্নময় স্বপ্নের দেশ।
অনেক দেশ আছে যাকে আমরা ছবির মত সুন্দর বলি কিন্তু ভুটানকে যদি ছবির চেয়েও বেশি সুন্দর বলি তাতে এতটুকুও বাড়িয়ে বলা হবে না। ভুটানে গেলে দেখতে পাবেন সুউচ্চ পাহাড়গুলোর কোনোটার মাথা বরফে ঢেকে আছে, আবার কোনোটার মাথার বরফ গলে বেরিয়ে এসেছে চকচকে পাথর। তাতে রোদ পড়ে চকচক করছে। ভুটানকে যতই দেখবেন যেন আপনার চোখ জুড়াবে না। প্রাকৃতিকভাবেই ভুটান সুন্দর। শহরটা আরও সুন্দর। পাহাড়ের গায়ে গায়ে ঘরবাড়ি, অফিস-আদালত সবকিছু। সবগুলো রাস্তা তৈরি হয়েছে পাহাড় কেটে।
দেখে মনে হবে যেন সাপের মতো পেঁচিয়ে আছে ছিমছাম রাস্তাগুলো। দু’পাশে আপেল, কমলা বা আঙুর গাছের ছড়াছড়িতে স্বর্গীয় এক অনুভূতি এনে দিবে। সেই রাস্তা ধরে গাড়ি চালানো অন্য রকম এক অভিজ্ঞতা।
আশাকরি ভুটানের রাস্তা এর ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আরো দর্শনীয় স্থানের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি(JhalmuryBD ) সাবস্ক্রাইব করুন।
ভুটানের আরো কিছু ভ্রমণের স্থান
More tourist places around Punakha in Bhutan:
# টাইগার নেস্ট (Tiger Nest)
# পাখির চোখে পারো বিমান বন্দর
# আপেল বাগান(Apple Plucking)
# চাংলিমিথাং স্টেডিয়াম(Changlimithang Stadium)
No comments