বিছানাকান্দি সীমান্ত বাজার।। ভারতীয় পণ্য কি কি পাওয়া যায়? দাম কেমন?


এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন বিছানাকান্দি সীমান্ত বাজারের একটি সুন্দর ভিডিও। গত কয়েকদিন আগে আমি বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম। বিছানাকান্দি পর্যটনকেন্দ্রের সন্নিকটে ভারত সীমান্তে শত বছরের পুরনো একটি ছোট বাজার রয়েছে । প্রতি চার শুক্রবার অন্তর অন্তর এক শুক্রবারে সীমান্ত পার হয়ে সেখানে গিয়ে বাজার করার সুযোগ ছিল আমাদের । কিন্তু গত প্রায় ২ বছর ধরে সেই সীমান্ত বাজার ভ্রমণ করার অনুমতি পাওয়া যাচ্ছেনা। এমতাবস্থায় বিছানাকান্দির স্থানীয় কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ভারতীয় ব্যবসায়ীদের কাছে থেকে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য সামগ্রী এনে আমাদের সীমান্তে বিছানাকাদির বালুকাবেলায় অস্থায়ী বাজার বসিয়েছে। এখানে ভারতীয় পণ্য সামগ্রীর মধ্যে উল্লেখ যোগ্য হলো কসমেটিক সামগ্রী, কাপড়, জুতা, চকলেট, আচার ইত্যাদি। এছাড়াও আরো কি কি পণ্য পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন বিস্তারিত জানতে পারবেন আজকের এই বিছানাকান্দি সীমান্ত বাজার ভিডিওটিতে।

আপনাদের সাথে আমাদের সেই "সাদা পাথর আর বিছানাকান্দি" ভ্রমণের ব্লগটি শেয়ার করলাম।আশাকরি বিছানাকান্দি সীমান্ত বাজারের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Like, Comments, Share ও Subscribe করতে ভুলবেন না।

                      


কিভাবে যাবেন? কি খাবেন? কোথায় থাকবেন? বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।  ধন্যবাদ। 


ভ্রমণ টিপস ও সতর্কতা

> চেষ্টা করবেন ঘুরে তাড়াতাড়ি ফিরে আসতে, যাতে সন্ধ্যা না হয়ে যায়।
> বিছানাকান্দিতে কতক্ষণ থাকবেন সেটা নৌকার মাঝিকে আগেই জানিয়ে রাখুন। আপনাদের ইচ্ছে       মত সময় অবস্থান করতে পারবেন।
> সীমান্তবর্তী জায়গা, তাই সাবধানে থাকবেন।
> নদী পথে বিছানাকান্দিতে শুধু মাত্র বর্ষাকালে যাওয়া যায়।
> খেতে চাইলে সেখানের স্থানীয় হোটেল গুলো থেকেই খেতে হবে।
> বর্ষাকালে নদীর পানিতে অনেক স্রোত থাকে, সাঁতার না জানলে বেশি পানিতে নামা দরকার নাই।
> যানবাহন ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নিবেন।
> কম খরচে ঘুরতে চাইলে গ্রুপ করে ঘুরতে পারেন।
> একদিনে বিছানাকান্দি, ভোলাগঞ্জ সাদা পাথর, উৎমাছড়া ও তুরংছড়া ঘুরতে চাইলে অবশ্যই খুব   সকাল সকাল রওয়ানা হতে হবে।
> চাইলে সিলেটের আম্বরখানা থেকে সিএনজি যাওয়া আসা এবং সেখানের স্পট গুলোতে ঘুরার জন্যে সারা দিনের জন্য ভাড়া করে নিতে পারেন। এইক্ষেত্রে খরচ একটু বেশি হতে পারে।

No comments

Powered by Blogger.