জনপ্রিয় ইউটিউবার আজ আমার বাসায়😍😍 I met the popular YouTuber today#Tuhinvlogs

আমার বাসায় ২ জন Guest এসেছিলেন। এদের একজন হলেন দেশ সেরা জনপ্রিয় ইউটিউবার Tuhin Vlogs এর জনাব হোসাইন তুহিন। যিনি কৃষি বিষয়ক ভিডিও তৈরী করতে সারা দেশের মাঠে-ঘাটে ও পথে-প্রান্তরে ক্লান্তিহীন ভাবে ছুটে চলছেন। তুলে আনছেন একবারে প্রান্তিক জনগুষ্ঠির ছোট ছোট সাফল্যের গল্প থেকে দেশ সেরা মেগা Businessmen- দের সাফল্যের ইতিহাস।
আরেকজন হলেন জনাব রফিক ভাই। উনি ফ্রীল্যান্সিং করেন। "কিছুই না জানা" থেকে শিক্ষা গ্রহণ করে তিনি আজ একজন সফল ফ্রিল্যান্সার। তুহিন ভাই এর সাথে আগে থেকে পরিচয় ছিল। মাঝে মাঝে ফোনে কথা হতো কিন্তু কোনোদিন দেখা হয় নি। আর রফিক ভাইয়ের সাথে আজকেই প্রথম দেখা ও পরিচয়।
Tuhin Vlogs এর তুহিন ভাই একটা কাজে ঢাকা এসেছিলেন, তাই এ সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। অনেক অনুরোধ করার পর উনি আমার বাসায় আসতে রাজি হন। Tuhin Vlogs এর তুহিন ভাই, এবং রফিক ভাই এর সাথে আজ সারাটা দিন কাটালাম। এটা আমার জীবনের একটা স্মরণীয় দিন হিসাবে থাকবে। খুব ভালো একটা দিন কাটালাম। অনেক ভালো ভালো কিছু পরামর্শ পেয়েছি উনাদের কাছ থেকে।
তুহিন ভাই ও রফিক ভাইয়ের সাথে দেখা হওয়ার উপলক্ষে আমি আজকের ব্লগটা করি । আজকে আমি আপনাদের সাথে সেই ব্লগটি করলাম।
আশাকরি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি সাপোর্ট আশাকরছি, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই Like, Comments, Share ও Subscribe করে পাশে থাকুন, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের Bell আইকনটি বাজিয়ে দিন। সাথে সাথে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।


                   

No comments

Powered by Blogger.