কনকনে শীতের রাতে গরুর মাংস ও চিতই পিঠার দাওয়াত খেতে গ্রামে গেলাম

শীতের রাতে গরুর মাংস ও চিতই পিঠা


✅ কনকনে শীতের রাতে গরুর মাংস ও চিতই পিঠার দাওয়াত খেতে গ্রামে গেলাম বন্দুর বাসায়। আমরা ১০ জন ছিলাম। শীতের রাতে গ্রামের ভিতর দিয়ে খোলা রিকশায় ও অটোতে করে রওনা হলাম আমরা। এমনিতেই শীতের রাত তার উপর রিকশায় ভ্রমণ - আহা শীত উদযাপনের পারফেক্ট মাধ্যম। যাই হোক বন্ধুর বাসায় গিয়ে প্রথমেই শুরু করলাম বাহারি ফল দিয়ে। এরপর আসলো সেই কাঙ্ক্ষিত মেনু গরম গরম চিতই পিঠার সাথে শুটকি ভর্তা, ধনিয়াপাতা ভর্তা ও গরুর গোস্ত। পেট পুড়ে খেলাম সবাই। তারপর আবার ভাত খেলাম। সেখানেও ছিল বাহারি আয়োজন। গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ ভাজা, চিংড়ির দোপেঁয়াজো, করল্লা ভাজি ও ডাল। শেষের খাবারগুলি ছিল আমাদের জন্য ওভার লোডেড। ভুরি ভোজন শেষে রাতেই আবার কনকনে শীতের মধ্যেই রওনা হলাম বাড়ির উদ্দেশে।


✅ আশাকরি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি সাপোর্ট আশাকরছি, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই Like, Comments, Share ও Subscribe করে পাশে থাকুন, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের Bell আইকনটি বাজিয়ে দিন। সাথে সাথে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

No comments

Powered by Blogger.