গ্রামের মেলা ll Village Festival ll Gramin Mela ll Azhar Vlogs BD

গ্রামের মেলা ll Village Festival


✅ ছুটির দিন বিকালে বাসায় বসে বসে অলস সময় কাটাচ্ছিলাম। হঠাৎ ইহান এসে বায়না ধরলো বাইরে ঘুরতে যাবে। ওর আবদার রক্ষায় বাপ-বেটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য আমার বাড়ি থেকে ৩ কি.মি. পশ্চিমে ইছর কান্দি গ্রামে তুরাগ নদীর কাছে গিয়ে বিকেলটা কাটাবো। কারণ ওই এলাকা বেশ নিরিবিলি, লোকজন কম। ধীরে ধীরে এগুতে থাকলাম আমরা সেই গ্রামের দিকে। কিন্তু যতই এগুচ্ছি রাস্তায় ততই লোকজনের ভিড় বাড়ছে। নারী, পুরুষ, ছোট ছোট ছেলেমেয়ে। অনেকের হাতে খেলনা, বেলুন। বাইক থামিয়ে একজনকে জিজ্ঞেস করতেই জানালো তুরাগ নদীর পাড়ে, ইছর কান্দি গ্রামে গগন শাহের মেলা নাম একটি গ্রামীণ মেলা হচ্ছে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। আমার ছেলেতো মহা খুশি। বার বার বলছে - " বাবা তাড়াতাড়ি চলো" যাইহোক, সন্ধ্যার কিছুক্ষন আগে ছেলেকে নিয়ে ইছর কান্দি গ্রামের মেলায় পোঁছালাম। একেবারেই সাদামাটা গ্রামের মেলা বা গ্রামীণ মেলা বলতে যা বুঝায়, যে মেলা আমাদের প্রাণের মেলা, যেখানে কোনো শহুরে যান্তিকতার স্থান নেই, যে মেলা হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে, ঠিক সেই রকমই একটি গ্রামীণ মেলা বা গ্রামের মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে। গ্রামের এই মেলাটির আয়োজক স্থানীয় সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন। কিন্তু এই ইছরকান্দি গ্রামে গগন শাহের মেলা উপলক্ষে যেন এক মিলন মেলা বসেছে। গ্রামের এই মেলাতে শতকরা ৯৫ ভাগ মানুষই মুসলমান। কি সুন্দর তাদের ভাতৃত্ববোধ ও সহাবস্থান।
যাইহোক, ছেলেকে নিয়ে ছোট এই গ্রামের মেলায় অনেকক্ষন ঘুরলাম, ছেলেকে বেশ কিছু খেলনা কিনে দিলাম। তারপর গ্রামের মেলা থেকে কিছু মিষ্টি জাতীয় কিছু খাবার যেমন রসগোল্লা, গজা, মোনাক্কি, গুড়ের জিলাপি এসব কিনে সন্ধ্যার পর বাড়ি ফিরলাম। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে গ্রামের মেলার সেই ব্লগটি শেয়ার করছি।

আশাকরি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি সাপোর্ট আশাকরছি, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই Like, Comments, Share ও Subscribe করে পাশে থাকুন, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের Bell আইকনটি বাজিয়ে দিন। সাথে সাথে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

No comments

Powered by Blogger.