বন্ধুদের সাথে পিঠা উৎসব করলাম 🍥 খুবই আনন্দঘন কিছু স্মৃতিময় মুহূর্ত 🥂 Azn...

 


বন্ধুদের সাথে পিঠা উৎসব করলাম

✅ শীত মনে পড়ে শীতের পিঠার কথা। পিঠা ছাড়া শীত যেন পরিপূর্ণ হয় না। ঐতিহ্যবাহী শীতের বাহারি পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। একসময় পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় ছোট-বড় সকলেই পিঠা খাওয়ার আনন্দে মেতে উঠতো। কিন্তু এখন তা আর চোখে পড়েনা। কর্মচাঞ্চল্য এই ব্যস্তময় জীবনে তা এখন অনেকটাই হারিয়ে গেছে বা যাওয়ার পথে।
যতই শীত বাড়তো ততোই যেন মানুষের পিঠা বানানোর ব্যস্ততা বেড়েই চলতো। প্রতিটি ঘরে ঘরে রকমারি পিঠা তৈরির উৎসবে মেতে উঠতো গৃহস্থ বাড়ির গৃহিণীরা। এ সময় শিশু-কিশোররা হতো আনন্দে আত্নহারা। তৈরি পিঠার একটা অংশ পাঠানো হতো আত্মীয়-স্বজনের বাড়িতেও।

অথচ শীতের পিঠা বানানোর ধুমধাম আয়োজন পাড়া-গাঁয়ে কিংবা কৃষকপল্লীতে আর চোখে পড়ে না। আত্মীয়-স্বজন আছে আগের মতোই, নেই শুধু মধুর সম্পর্ক। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেলেও কমেনি মনের সংকীর্ণতা। সবাই যেন আত্মকেন্দ্রিক, কেউ কারও খোঁজ রাখতে চায় না। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা, বদলে যাচ্ছে রুচি। হারিয়ে যাচ্ছে পিঠা তৈরির সেসব উৎসবমুখর আমেজ।

✅ আশাকরি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি সাপোর্ট আশাকরছি, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই Like, Comments, Share ও Subscribe করে পাশে থাকুন, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের Bell আইকনটি বাজিয়ে দিন। সাথে সাথে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
যাই হোক, বউয়ের সদিচ্ছার কারণে এবার বন্ধুদের সাথে ছোট একটি পিঠা উৎসব করলাম। থাঙ্কস বউ। । আমি আজকে আপনাদের সাথে সেই পিঠা উৎসবের ব্লগটি শেয়ার করছি।


                      

No comments

Powered by Blogger.