গাজীপুর চা বাগানের ঐতিহ্যবাহী মাঠা😌 Gazipur Food Review II Azhar Vlogs BD

গাজীপুর চা বাগানের ঐতিহ্যবাহী মাঠা😌 Gazipur Food Review II Azhar Vlogs BD

আমরা গিয়েছিলাম গাজীপুর চা বাগানে মাঠা খাইতে ।
আপনারা চাইলে গাজীপুর চৌরাস্তা হয়ে আসতে পারেন অথবা কালিয়াকুর হয়েও আসতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু চন্দ্রা হয়ে ত আসতে পারেন। তবে আসার আগে অবশ্যই গুগল ম্যাপে সার্চ করে দেখবেন যে আপনার আসলে কোন দিক দিয়ে সুবিধা হবে।

আর এইটা কিন্তু সপ্তাহের 7 দিন খোলা থাকে কোনো বিশেষ কারণ ছাড়া এটা বন্ধ থাকে না। আমি দোকানদারের নাম ও নাম্বার দিয়ে দিচ্ছি আপনার আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন
দোকানদারের নামঃ মোঃ তায়েবুল্লাহ 
মোবাইল : ০১৭৩৫৮২১০১৮ 

এই চা বাগান বাজারটি তুরাগ নদীর পাড়ে অবস্থিত এবং এই এলাকায় একটি সুন্দর রিসোর্ট আছে - "তুরাগ ওয়াটারফ্রন্ট রিসোর্ট" মাঠার দোকান থেকে এক মিনিটে হেটে রিসোর্টে চলে যেতে পারবেন। আপনারা চাইলে চা বাগান বাজারের সেই রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন, তবে বর্ষার মৌসুমে আপনি সবচাইতে ভালো লাগবে এবং আপনার আসার যে ইচ্ছাটা সেটা আরো বেড়ে যাবে।

আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই ব্লগটি শেয়ার করছি।  আশাকরি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।  আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি সাপোর্ট আশাকরছি, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই Like, Comments, Share ও Subscribe করে পাশে থাকুন, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের Bell আইকনটি বাজিয়ে দিন। সাথে সাথে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

                   

No comments

Powered by Blogger.